মূল পাতা মুসলিম বিশ্ব সমগ্র বিশ্বে গণতন্ত্র ব্যর্থ হয়েছে : মাহাথির মুহাম্মাদ
মুসলিম বিশ্ব 12 July, 2025 12:35 PM
সমগ্র বিশ্বে গণতন্ত্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির মুহাম্মাদ।
সম্প্রতি শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
মাহাথির মুহাম্মাদ বলেন, গণতন্ত্র মানুষের তৈরি একটি পদ্ধতি, এটি নিখুঁত নয়। আপনি যদি এর সর্বোত্তম ব্যবহার করতে চান, তাহলে আপনাকে জানতে হবে কীভাবে এটি ব্যবহার করতে হয়।
মাহাথির মুহাম্মাদ গণতন্ত্রে বহুদলীয় ব্যবস্থার সমালোচনা করে বলেন, গণতন্ত্রে দুইটি মাত্র দল থাকা উচিত। যখন দুটি দল একে অপরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে, তখন যেকোনো একটি জিততে পারে, আর তখন একটি শক্তিশালী সরকার গঠন সম্ভব হয়। কিন্তু সবাই নেতা হতে চায়, ফলে মানুষ ছোট ছোট দলে বিভক্ত হয়ে পড়ে। এতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা যায় না। এই কারণে অনেক ক্ষেত্রেই গণতন্ত্র ব্যর্থ হয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি