| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে : খেলাফত আন্দোলন


সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে : খেলাফত আন্দোলন


রহমত নিউজ     12 July, 2025     05:49 PM    


দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজি ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করতে এসব অপরাধীকে কঠোর হস্তে দমন করতে হবে। আধিপত্য বিস্তার ও ক্ষমতার লোভে এক শ্রেণির চাঁদাবাজ-সন্ত্রাসী বেপরোয়া হয়ে উঠেছে। অর্থ ও প্রভাবের লোভে তারা নিরপরাধ মানুষকে হত্যা করছে। তাদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে।

আজ শনিবার (১২ জুলাই) সকাল ১০টায় রাজধানীর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের মজলিসে আমেলা (কার্যনির্বাহী পরিষদ) বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দলমত নির্বিশেষে সকল অন্যায়ের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধুমাত্র সরকারের পক্ষে এসব অপরাধ নির্মূল করা সম্ভব নয়—জনগণের সার্বিক সহযোগিতা অত্যাবশ্যক।

তিনি অবিলম্বে মিটফোর্ডে একজন ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনার বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

খেলাফত আন্দোলনের আমীর আরও বলেন, বর্তমানে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দীর্ঘ সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী শাসনের পতন ঘটেছে। কিন্তু এখনই যদি জাতি ঐক্যবদ্ধ না হয়, তাহলে নতুন রূপে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই আগামী নির্বাচনে ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী দলগুলোর ঐক্যের বিকল্প নেই।

বৈঠকে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, নায়েবে আমীর মাওলানা শেখ আজিম উদ্দিন ও মাওলানা মুজিবুর রহমান হামিদী, উপদেষ্টা মুফতি আব্দুল আজিজ, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মো. রুকুনুজ্জামান রোকন, হাজী জালাল উদ্দিন বকুল ও মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, সহ-প্রচার সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, অর্থ সম্পাদক আবুল হাসান শাহজাহান, মাওলানা রুহুল আমিন, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মাওলানা ইলিয়াস মাদারীপুরী, অধ্যক্ষ ডা. নিয়ামত আলী ফকির, জনাব আতিকুল ইসলাম, মাওলানা তাওহীদুজ্জামান, মাওলানা খন্দকার মোশতাক আহমদ শরীয়তপুরী, মাওলানা কারী সিদ্দিকুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা সাইফুল ইসলাম জামালী, মুফতি শিহাব উদ্দিন কাসেমী, মাওলানা সানাউল্লাহ ফিরোজ, মাওলানা গাজী ইউসুফ, মাওলানা আ. ফ. ম. আকরাম হোসাইন, মাওলানা মনিরুল ইসলাম চাঁদপুর, মাওলানা হাফেজ আবুল কাশেম রায়পুরী, মাওলানা আল-আমিন, মুফতি আখতারুজ্জামান আশরাফী এবং মুফতি আবুল হাসান কাসেমী প্রমুখ। 

বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়, ইসলামপন্থী দলগুলোর সমন্বয়ে একটি ঐক্যবদ্ধ জোট গঠনের মাধ্যমে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করা হবে।

ইতোমধ্যেই দেশব্যাপী প্রার্থী চূড়ান্তকরণের কার্যক্রম শুরু করেছে দলটি।