মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তানের স্থিতিশীলতা পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : ইসহাক দার
শেখ আশরাফুল ইসলাম 12 July, 2025 02:19 PM
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা ইসলামাবাদের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার।
মালয়েশিয়ার রাজধানীতে এক বৈঠকে তিনি বলেন, পাকিস্তান সবসময় আফগানিস্তানের উন্নয়ন, শান্তি এবং স্থিতিশীলতাকে সমর্থন করে আসছে।
শুক্রবার (১১ জুলাই) আফগানিস্তানের টোলো নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ইসহাক দার বলেন, আফগানিস্তান আমাদের প্রতিবেশী দেশ। আমরা সবসময় বলেছি যে তাদের অগ্রগতি আমাদের ব্যাপকভাবে উপকৃত করে এবং আমরা এটিকে সমর্থন করি। তাদের শান্তি ও স্থিতিশীলতা আমাদের শান্তি ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আবারও ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সরকারকে আহ্বান জানিয়ে বলেন, আফগানিস্তানের মাটি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করতে না দেওয়া হোক।
তিনি বলেন, ২০২১ সালে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে চার বছর হয়ে গেল, অথচ দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই। আমি একটি বড় পদক্ষেপ নিয়েছি - ১৯ এপ্রিল আমি আফগানিস্তানে পুরো একটি দিন কাটিয়েছি। আমরা আফগানিস্তানের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছি।
‘আমরা তাদের, তারা টিটিপি’র কার্যক্রম থেকে সরে আসুক।’
সূত্র : মুসলিম মিরর