মূল পাতা আন্তর্জাতিক ফাঁসিতে ঝুলিয়ে তিন ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক 19 July, 2025 08:28 PM
ধর্ষণের অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
শনিবার (১৯ জুলাই) সকালে দেশটির উত্তরাঞ্চলীয় গোরগান শহরের একটি কারাগারে এ দণ্ড কার্যকর করা হয়।
ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের বিচার বিভাগের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় বিচার বিভাগের প্রধান হায়দার আসিয়াবি জানান, তিন সদস্যের একটি চক্রের বিরুদ্ধে তিন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। তদন্ত শেষে তাদের গ্রেপ্তার করা হয় এবং যথাযথ বিচারিক প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ড প্রদান ও তা কার্যকর করা হয়।
তবে অভিযুক্তদের পরিচয় বা ঘটনার বিস্তারিত সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ করেননি বিচার বিভাগের এই কর্মকর্তা।
ইরানে আইন অনুযায়ী ধর্ষণ ও হত্যার মতো অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অন্যান্য মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বিশ্বে চীনের পর ইরানেই সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।