রহমত নিউজ 17 November, 2025 07:44 PM
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, আমরা আইনের শাসন ও বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা সব সময় চাই। ফ্যাসিস্ট ও জালেম হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের মাধ্যমে আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন রাষ্ট্রপ্রধানের মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এথেকে সবাইকে শিক্ষা দিতে হবে ফ্যাসিস্ট ও জালেমরা আল্লাহর বিচার থেকে কখনো রেহাই পাবে না।