| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ভারতে মুসলিমদের টার্গেট করা হচ্ছে : মাওলানা আরশাদ মাদানী


ভারতে মুসলিমদের টার্গেট করা হচ্ছে : মাওলানা আরশাদ মাদানী


রহমত নিউজ     24 November, 2025     12:25 PM    


ভারতে মুসলমানদের উপর প্রায়শই নির্যাতন ও বৈষম্যের খবর পাওয়া যায় দেশটির সংবাদমাধ্যমগুলোতে। এবার এসব বিষয় নিয়ে কড়া মন্তব্য করলেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সায়্যিদ আরশাদ মাদানী। তিনি বলেন, ভারতে মুসলিমদের প্রতি বৈষম্য করা হচ্ছে। মুসলিমদের টার্গেট করা হচ্ছে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, মুসলিম নেতারা বিদেশে উচ্চপদে পৌঁছেছেন। কিন্তু ভারতে যারা এই পদে পৌঁছেছেন, তাদেরকে জেলে পাঠানো হয়। তিনি নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এবং লন্ডনের মেয়র সাদিক খানের কথা উল্লেখ করেন।

মাওলানা আরশাদ মাদানী বলেন, ভারতে একজন মুসলিম কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে পারেন না। যদি কেউ তা করেন, তবে তাকে কারাগারে পাঠানো হয়। আর এর উদাহরণ হলেন আজম খান। আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে হওয়া তদন্তের কথাও উল্লেখ করেন তিনি।

মাওলানা আরশাদ মাদানী অভিযোগ করেন, মুসলিমরা যাতে কখনো মাথা তুলতে না পারেন, তা নিশ্চিত করতে সরকার অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।

কংগ্রেস পার্টির নেতা উদিত রাজ মাদানির বক্তব্যকে সমর্থন করেছেন। সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করেন। উদিত বলেন, তিনি মাদানির বক্তব্যকে সমর্থন করেন এবং কেন বুলডোজার দিয়ে মুসলিমদের বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস