| |
               

মূল পাতা আন্তর্জাতিক ফাঁস হলো গোপন নথি; কাশ্মির হামলার ঘটনায় “র” জড়িত থাকার অভিযোগ পাকিস্তানের


ফাঁস হলো গোপন নথি; কাশ্মির হামলার ঘটনায় “র” জড়িত থাকার অভিযোগ পাকিস্তানের


আন্তর্জাতিক ডেস্ক     02 May, 2025     01:42 PM    


কাশ্মিরের পেহেলগাম হামলার ঘটনায় সম্প্রতি টেলিগ্রামে ফাঁস হয়েছে ‘গোন নথি’। সেই নথির উদ্ধৃতি দিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা “র” জড়িত থাকার অভিযোগ তুলেছে পাকিস্তান। 

টেলিগ্রামে ফাঁস হওয়া সেই গোপন নথির বরাতে শুক্রবার (২ মে) প্রকাশিত পাকিস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামের ওই ঘটনাটিকে ‘অমুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে চালানো হামলা’ বলে প্রচার চালানোর সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল। 

এতে আরো দাবি করা হয়, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই’কে জড়িয়ে প্রোপাগান্ডা ছড়াতে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারের পরিকল্পনার কথাও উল্লেখ রয়েছে ওই নথিতে।

এদিকে দুই দেশের উত্তেজনার মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার (১ মে) ওই মহড়ায় সাঁজোয়া যান ও অত্যাধুনিক রণ সরঞ্জাম নিয়ে যুদ্ধ অনুশীলনে অংশ নেয় পাকিস্তানি সেনারা।

চলমান উত্তেজনাময় পরিস্থিতিতে ভারতকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি জানান, ভারতের যেকোনো সামরিক দুঃসাহসের জবাব শক্তভাবে দেওয়া হবে।