| |
               

মূল পাতা জাতীয় হেফাজত থেকে ৫ মে ঘিরে কর্মসূচি না দেওয়ার কারণ জানালেন মাওলানা মামুনুল হক


হেফাজত থেকে ৫ মে ঘিরে কর্মসূচি না দেওয়ার কারণ জানালেন মাওলানা মামুনুল হক


রহমত নিউজ     05 May, 2025     06:39 PM    


আজ ঐতিহাসিক ৫ই মে । বাংলার ইতিহাসের এক কালো অধ্যায়। ২০১৩ সালের এই দিনে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের লাখো তৌহিদি জনতার উপর নির্বিচারে গণহত্যা চালায় পতিত স্বৈরাচারি আওয়ামী লীগ সরকার। 

দিনটিকে কেন্দ্র করে কোনো কর্মসূচি দেয়নি হেফাজত। এই নিয়ে অনলাইনে-অফলাইনে হচ্ছে ব্যাপক সমালোচনা। তবে কর্মসূচি কারণ জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সংগঠনটির সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, “৫ মে’র স্মরণে হেফাজতে ইসলামের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোন কর্মসূচি নেওয়া হয়নি। কারণ মরহুম আমিরে হেফাজত আল্লামা আহমদ শফী (রহ.) বিশেষ দিবস পালনের বিষয়টিতে অনুৎসাহী ছিলেন। তাই হেফাজত তার মহাসমাবেশ সুবিধাজনক শনিবার দিনে ৩ তারিখ আয়োজন করেছে।”

সোমবার (৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে বিষয়টি জানান মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, আজ ৫ই মে অনেক সংগঠন শাপলার শহীদানদের স্মরণে অনেক কর্মসূচি পালন করছে । ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসহ বেশ কিছু প্রতিষ্ঠানের পক্ষ থেকে চমৎকার কর্মসূচি হাতে নেয়া হয়েছে । ইনকিলাব মঞ্চ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসসহ আরো অনেক সংগঠন ৫ মের স্মরণে বিশেষ কর্মসূচি পালন করছে । সবগুলো কর্মসূচির সাফল্য কামনা করছি । 

শাপলা গণহত্যার বিচার চেয়ে মাওলানা মামুনুল হক বলেন, শাপলার গণহত্যাসহ প্রতিটি হত্যাকান্ডের বিচার যেন যথাদ্রূত সম্পন্ন হয়, এটাই আমাদের প্রাণের দাবি ।