| |
               

মূল পাতা আন্তর্জাতিক স্থানীয় মুদ্রায় বাণিজ্যের লক্ষ্যে কাজ করছে আফগান-রাশিয়া


স্থানীয় মুদ্রায় বাণিজ্যের লক্ষ্যে কাজ করছে আফগান-রাশিয়া


শেখ আশরাফুল ইসলাম     25 May, 2025     10:48 AM    


বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে  ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী নূরউদ্দিন আজিজি বলেছেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তান এবং রাশিয়া মার্কিন ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রা ব্যবহার করে বাণিজ্য পরিচালনার জন্য কাজ করে যাচ্ছে।

শনিবার (২৪ মে) আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজের প্রকাশিত এক সংবাদ থেকে এতথ্য জানা যায়।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সেই সাক্ষাতকারে নূরউদ্দিন আজিজি বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটের পাশাপাশি আফগানিস্তান ও রাশিয়ার মুখোমুখি বর্তমান চ্যালেঞ্জগুলি বিবেচনা করে আমরা বিশেষভাবে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এই আলোচনার মধ্য দিয়ে আমরা একটা সঠিক জায়গায় পৌঁছাতে পারব।

বর্তমানে রাশিয়া ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ ৩০০ মিলিয়ন ডলারে পৌঁছেছে। আজিজি আশা প্রকাশ করেছেন যে এই সংখ্যা আরও বাড়বে।

আজিজির মতে, বাণিজ্য বিনিময়ে স্থানীয় মুদ্রার ব্যবহার দীর্ঘমেয়াদে আফগানিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতায় অবদান রাখতে পারে এবং ব্যবসায়ী ও ভোক্তা উভয়ের জন্যই খরচ কমাতে পারে।

তিনি বলেন, বাণিজ্যে স্থানীয় মুদ্রা ব্যবহারের জন্য একই সাথে চীনের সাথেও আলোচনা হয়েছে। কাবুলে চীনা দূতাবাসের সাথে ইতোমধ্যেই এই সম্পর্কিত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
 

সূত্র : টুলো নিউজ, রয়টার্স