| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব পাঠ্যক্রম পরিবর্তনে ১২০০ অধ্যাপকের একটি কমিটি গঠন করেছে আফগানিস্তান


পাঠ্যক্রম পরিবর্তনে ১২০০ অধ্যাপকের একটি কমিটি গঠন করেছে আফগানিস্তান


শেখ আশরাফুল ইসলাম     28 May, 2025     01:39 PM    


মার্কিন বাহিনীর পরাজয় ঘটিয়ে ২০২১ সালের ১৫ আগস্ট ক্ষমতা গ্রহণ করে তালেবান। আর তখন থেকেই বেশ সুনাম ও সাফল্যের সাথে পরিচালিত হচ্ছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। নারীর নিরাপত্তা, সুশাসন প্রতিষ্ঠা ও অর্থনৈতিক অগ্রগতিতে দারুণ পদক্ষেপ নিতে দেখা গেছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারকে। তারই ধারাবাহিকতায় এবার শিক্ষা সংস্কার শুরু করেছে দেশটি।

পাঠ্যক্রম পরিবর্তন করতে ১২০০ অধ্যাপকের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আফগান উচ্চশিক্ষা মন্ত্রী মাওলানা নাদা মুহাম্মাদ নাদিম। হেরাতের এক সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় তিনি এ কথা জানান।

মঙ্গলবার (২৭ মে) ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজের এক সংবাদ থেকে এই তথ্য জানা যায়।

এসময় আফগান উচ্চশিক্ষা মন্ত্রী বলেন, এমনটা ভাববে না যে, মন্ত্রী সবসময় পরকালের কথা বলেন বলেই তিনি সবাইকে তালেবানের সদস্য বানাতে চান, যাতে তারা মুজাহিদীন হয়ে প্রতিরক্ষা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে পারে। প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক আফগান এই দেশ ও জনগণের সেবা করতে পারে। 

সরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, এটা ভাবা উচিত না যে, তোমাদেরকে তালেবানের সদস্যে পরিণত করা হচ্ছে।

এসময় তিনি জোর দিয়ে বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমরা চাই না আমাদের তরুণরা শুধু তালেবানের সদস্য হোক। আমরা চাই তারা ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী কিংবা ডাক্তার হোক। আমাদের সমাজের মৌলিক সমস্যাগুলো সমাধান করুক।

পাঠ্যক্রম পরিবর্তনের ব্যাপারে তিনি বলেন, আমাদের পাঠ্যক্রমের অনেক সমস্যা রয়েছে। এই পাঠ্যক্রমটি চল্লিশ বছরেরও বেশি পুরনো এবং সঠিকভাবে এর সিলেবাস তৈরি করা হয়নি। আফগান আক্রমণকারীরা আমাদের পাঠ্যক্রম পরিবর্তন করেছে। এটা পরিবর্তনের জন্য আমরা একটি কমিটি গঠন করেছি, যার মধ্যে ১২০০ জন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রয়েছেন।

সূত্র : টোলো নিউজ