রহমত নিউজ 28 May, 2025 08:09 PM
‘মানবতাবিরোধী’ অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে খালাস দেওয়ায় আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন।
বুধবার (২৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ও মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী বলেন, আমরা মনে করি এটিএম আজহারুল ইসলাম ন্যায় বিচার পেয়েছেন এবং আল্লাহর মেহেরবানীতে স্বাভাবিক জীবন লাভ করেছেন।
নেতৃদ্বয় বলেন, ন্যায় বিচার পাওয়া দেশের সকল মানুষের নাগরিক অধিকার। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছিল। পতিত সরকার ক্ষমতার অপব্যবহার করে বিরোধী নেতাকর্মীদের জেল-জুলুম ও ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে। আর অসংখ্য লোককে বিনা বিচারে গুম করে হত্যা করে মানবতাবিরোধী অপরাধ করেছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
নেতৃদ্বয় মনে করেন, আওয়ামী দুঃশাসনের শিকার মিথ্যা মামলায় জীবন হারানো আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী ও সালাউদ্দিন কাদের চৌধুরীসহ এমন অনেকই হয়তো আজ বেঁচে থাকলে বেকসুর খালাস পেয়ে বেরিয়ে আসতে পারতেন।
ভবিষ্যতে যাতে আর কেউ অন্যায় বিচারের সম্মুখীন হয়ে জীবন দিতে না হয় সেজন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সরকারের বিচার বিভাগের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।