| |
               

মূল পাতা আন্তর্জাতিক কয়েক মিনিটের মধ্যেই ধ্বংসের হুমকি ইরানকে


কয়েক মিনিটের মধ্যেই ধ্বংসের হুমকি ইরানকে


শেখ আশরাফুল ইসলাম     22 June, 2025     12:52 PM    


তিন পারমাণবিক স্থাপনায় হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুমকি দিয়ে বলেছেন, যদি শান্তি দ্রুত না আসে, তাহলে আমরা নির্ভুলভাবে দক্ষতার সাথে অন্যান্য লক্ষ্যবস্তুগুলোর পিছনে ছুটব। যার বেশিরভাগই কয়েক মিনিটের মধ্যেই ধ্বংস করা সম্ভব।

রোববার (২২ জুন) ইরানের সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রকাশিত এক খবর থেকে এই তথ্য জানা যায়।

হোয়াইট হাউজে দেওয়া বক্তৃতায় ট্রাম্প আরও বলেন, আমাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা ধ্বংস করা। এবং সেই সাথে বিশ্বের ‘এক নম্বর সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ রাষ্ট্রের দ্বারা তৈরি পারমাণবিক হুমকি বন্ধ করা।

তিনি বলেন, আমি বিশ্ববাসীকে জানাতে পারি যে, এই হামলাগুলো ছিল অভূতপূর্ব সামরিক সাফল্য। ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, মধ্যপ্রাচ্যের উৎপীড়ক ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে। যদি তারা তা না করে, তবে ভবিষ্যতের আক্রমণ আরও বেশি ভয়াবহ হবে। এবং সেটি আমাদের জন্য খুব সহজ।

“আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই। আমরা এমন একটি দল হিসেবে কাজ করেছি যা সম্ভবত আগে কেউ কখনো করেনি। ইসরাইলের জন্য এই ভয়াবহ হুমকি নিশ্চিহ্ন করার জন্য আমরা অনেক দূর এগিয়েছি ” বলেন ট্রাম্প।

সূত্র : ইরান ইন্টারন্যাশনাল