| |
               

মূল পাতা আন্তর্জাতিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে হতাশ ইসরাইল; মোতায়েন করা হলো শক্তিশালী “বারাক”


আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে হতাশ ইসরাইল; মোতায়েন করা হলো শক্তিশালী “বারাক”


শেখ আশরাফুল ইসলাম     22 June, 2025     12:22 PM    


ইরানে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ ইসরাইল ১৩ জুন হঠাৎ করেই হামলা চালায়। আর তারপর একের পর এক ক্ষেপণাস্ত্র ছুঁড়তে থাকে ইরান। আর এসব ঠেকাতে ব্যাপকভাবে ব্যর্থ হয় ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 

অবশেষে বাধ্য হয়ে ইসরাইল “বারাক” নামে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মোতায়েন করছে।

বিভিন্ন সূত্র বলছে, “বারাক” আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর আগে আর ব্যবহার করেনি দখলদার ইসরাইল। ইরানের ড্রোন ঠেকানোর উদ্দেশ্যে এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, বারাক আয়রন ডোমের থেকেও খুব শক্তিশালী ও আধুনিক। হেলিকপ্টার, ক্রুজ মিসাইল, গ্লাইড বোমা টার্গেট করে ৭০-১৫০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যভেদ করতে পারে এটি। সেই সাথে এটি ৩৬০ ডিগ্রি কভারেজসহ একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত করে তাৎক্ষণিক প্রতিরোধ করতে পারে। এটি বিশ্বের অন্যতম শক্তিশালী মিড-রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে বিবেচিত।

সূত্র : দ্য ইকোনমিক টাইমস