| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল মানবাধিকারের অফিসের আড়ালে দেশে সমকামিতার বীজ বপন করতে চায় জাতিসংঘ : খেলাফত আন্দোলন


মানবাধিকারের অফিসের আড়ালে দেশে সমকামিতার বীজ বপন করতে চায় জাতিসংঘ : খেলাফত আন্দোলন


রহমত নিউজ     10 July, 2025     08:13 PM    


মানবাধিকারের অফিসের আড়ালে জাতিসংঘ বাংলাদেশে সমকামিতার বীজ বপন করতে চায় বলে মন্তব্য করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

বৃহস্পতিবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ও মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী এ মন্তব্য করেন।

নেতৃদ্বয় বলেন, মানবাধিকারের অফিসের আড়ালে বাংলাদেশে সমকামিতার বীজ বপন করতে চায় জাতিসংঘ। বাংলাদেশে ইতোমধ্যেই একাধিক মানবাধিকার সংস্থা থাকা সত্ত্বেও নতুন করে একজন বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ দিয়ে জাতিসংঘের মানবাধিকার দপ্তর খুলে কোন ধরনের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়  তা আমাদের বোধগম্য নয়। কথিত মানবাধিকার কমিশনের প্রথম কমিশনার হিসেবে যাকে নিয়োগ প্রস্তাব দেওয়া হয়েছে তিনি একজন অভিশপ্ত স্বঘোষিত সমকামী। তার মতো পাপিষ্টকে বাংলাদেশের মাটিতে অভ্যর্থনা জানিয়ে জাতি ধর্ম নির্বিশেষে এদেশের মানুষকে অপমান করা হয়েছে। এটা ইসলামী মূল্যবোধের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। দেশবাসী এ পাপিষ্টকে কোন ভাবেই বাংলাদেশের পবিত্র ভূমিতে বরদাস্ত করবে না।

তারা বলেন, জাতিসংঘ যে দেশেই অফিস খুলেছ, সে দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে, ধর্মীয় ও নৈতিকতা বিরোধী কৃষ্টি কালচার চাপিয়ে দিয়েছে। জাতিসংঘ মানবাধিকার প্রতিষ্ঠার নামে এদেশে সমকামীদের মতো অমানুষদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। এদেশের মানুষের চিন্তা চেতনা বিরোধী যে কোনো পদক্ষেপ বর্জন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তারা। অন্যথায় এদেশের মানুষ দেশ ও ইসলাম বিরোধী যে কোনো চক্রান্ত কঠোর হস্তে মোকাবেলা করতে সর্বদা প্রস্তুত রয়েছে।

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তা বাতিলের দাবি জানিয়ে নেতৃদ্বয় বলেন, ৯২ ভাগ মুসলমানদের বাংলাদেশে পশ্চিমা অপসংস্কৃতি, নগ্নতা, বেহায়াপনা আমদানি করা বরদাস্ত করা হবে না।

এ সময় জাতিসংঘের অফিস স্থাপনের প্রতিবাদে ডাকা আগামীকাল শুক্রবার (১১ জুলাই) বাদ জুম’আ বায়তুল মোকাররমে উত্তর গেটে হেফাজতের সমাবেশ সফল করার আহ্বান জানান তারা।