| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করুন : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী


বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করুন : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী


রহমত নিউজ     11 July, 2025     08:24 PM    


রাজধানীর মিটফোর্ড এলাকায় সোহাগ নামের এক যুবককে নৃশংস ভাবে পাথর মেরে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

শুক্রবার (১১জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

তিনি বলেন, বিচার বহির্ভূত হত্যাকান্ড কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। আইনকে নিজের হাতে তুলে নিয়ে যারা এ ধরনের বর্বর হত্যাকাণ্ড ঘটায় তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের দায়িত্ব। চোর- ডাকাত হলেও এভাবে বিচার বহির্ভূতভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ড গ্রহণযোগ্য হতে পারে না। 

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী আরও বলেন, এটা ইসলাম এবং নৈতিকতা বিরোধী হত্যাকাণ্ড ছাড়া কিছুই নয়। বর্তমানে  মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। 

তিনি বলেন, অপরাধী ও সন্ত্রাসীদের কোন দল নেই। অপরাধীদের পরিচয় যাই হোক না কেন  তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় নৃশংস হত্যাকাণ্ড চলছে এগুলোকে কঠোর হস্তে দমন করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ায় ময়না হত্যা, চাঁদপুরে মসজিদে ইমামকে পিটিয়ে হত্যা, মিটফোর্ডে যুবককে পিটিয়ে হত্যা সবই বিচার বহির্ভূত জঘন্য হত্যাকাণ্ডের বীভৎস লোমহর্ষক  দৃষ্টান্ত। 

মাওলানা মিয়াজী বলেন, দেশে আইনের শাসন নিশ্চিত না থাকায় সমস্ত বেআইনি হত্যাকাণ্ড ঘটছে। তিনি অবিলম্বে এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান