মূল পাতা মুসলিম বিশ্ব গত এক বছরে পঞ্চাশ হাজারের বেশি মহিলা উদ্যোক্তাদের ব্যবসায়িক লাইসেন্স দিয়েছে আফগান সরকার
শেখ আশরাফুল ইসলাম 20 July, 2025 02:55 PM
গত এক বছরে পঞ্চাশ হাজারের বেশি মহিলা উদ্যোক্তাদের ব্যবসায়িক লাইসেন্স দিয়েছে তালেবানের নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।
শনিবার (১৯ জুলাই) সরকারি মিডিয়া অ্যান্ড ইনফরমেশন সেন্টারে (জিএমআইসি) অনুষ্ঠিত এক রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন ভারপ্রাপ্ত শিল্প ও বাণিজ্য মন্ত্রী নূরুদ্দিন আজিজি।
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের ওই প্রতিবেদন অনুসারে, গত এক বছরে ৫০ হাজারেরও বেশি মহিলা উদ্যোক্তাদের ব্যবসায়িক লাইসেন্স দেওয়া হয়েছে। যার মধ্যে শুধুমাত্র শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমেই প্রদান করা হয়েছে ৫ হাজার লাইসেন্স।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জোর দিয়ে বলেন, গত এক বছরে ২৬ হাজারেরও বেশি ব্যবসায়িক লাইসেন্স প্রদান করা হয়েছে। তার মধ্যে নারী-মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে ৫ হাজার।
শিল্প ও বাণিজ্য মন্ত্রী নূরুদ্দিন আজিজি বলেন, গত এক বছরে আফগানিস্তানের উৎপাদন ক্ষমতা বেড়েছে (GDP) ২.৭ শতাংশ।
ইতোমধ্যে মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা বিগত বছরের তুলনায় বিনিয়োগ আকর্ষণ ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে ইঙ্গিত করেছেন।
শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের বিনিয়োগ প্রচার ও সহায়তা প্রধান সিবগাতুল্লাহ আখুন্দজাদা বলেন: বিগত বছরগুলির তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ বেড়েছে। গত বছরই শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় ২৮ বিলিয়ন আফগানি বিনিয়োগ আনা হয়েছিল।
এদিকে শিল্প ও বাণিজ্য মন্ত্রী নূরুদ্দিন আজিজি নূরউদ্দিন আজিজি আগামী বছরের জন্য পরিকল্পনাও ঘোষণা করেছেন। যার মধ্যে রয়েছে আরও ১০ শতাংশ জিডিপি বৃদ্ধি, রপ্তানির মাত্রা ২৫ শতাংশ বৃদ্ধি, এক লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ আকর্ষণ।
সূত্র : আরিয়ানা নিউজ