রহমত নিউজ 21 July, 2025 06:33 PM
ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
সোমবার(২১ জুলাই) বিকেলে এক তাৎক্ষণিক শোকবার্তায় বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ জাকির বিল্লাহ, সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ বলেন, মর্মান্তিক এই দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমরা আহতদের দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। নেতৃবৃন্দ উত্তরা ও এর আশপাশের এলাকার বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সকল নেতাকর্মীকে উদ্ধার তৎপরতায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, হাসপাতালে আহতদের জন্য জরুরি রক্তের প্রয়োজন হতে পারে। আমাদের নেতাকর্মীরা যেন স্বেচ্ছায় রক্তদান করে আহতদের পাশে দাঁড়ায় এবং তাদের জীবন বাঁচাতে এগিয়ে আসে।
তারা আরও বলেন, উদ্ধার অভিযানে উৎসুক জনতার ভিড় যেন কোনোভাবেই বাধা সৃষ্টি না করে। বরং, উৎসুক জনতাকে উদ্ধার তৎপরতায় সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি, যাতে দ্রুত ও নির্বিঘ্নে উদ্ধার কাজ সম্পন্ন হতে পারে। এই কঠিন সময়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।