| |
               

মূল পাতা রাজনীতি উত্তরায় বিমান বিধ্বস্ত : ইসলামী দলগুলোর শোক প্রকাশ


উত্তরায় বিমান বিধ্বস্ত : ইসলামী দলগুলোর শোক প্রকাশ


শেখ আশরাফুল ইসলাম     21 July, 2025     06:57 PM    


বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সর্বশেষ ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ এই দূর্ঘটনায় শোক প্রকাশ করেছে ইসলামী রাজনৈতিক দলসমূহ। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ : 

সোমবার (২১ জুলাই ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম।

নিহত ও আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, এই দুর্ঘটনার কারণ তদন্ত করতে হবে। এটা নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে কোন দুরভিসন্ধি আছে তা খতিয়ে দেখতে হবে। প্রশিক্ষণ বিমানটি প্রশিক্ষণের জন্য ফিট ছিলো কিনা তাও খতিয়ে দেখতে হবে। সবকিছু ঠিক থাকলেও ঢাকা মতো এতো জনবহুল শহরে প্রশিক্ষণের জন্য বিমান উড্ডয়ন করার যথার্থও বিবেচনা করতে হবে।

বাংলাদেশ খেলাফত আন্দোলন : 

সোমবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ নিয়াজী ও মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী শোক প্রকাশ করে বলেছেন, অপ্রত্যাশিতভাবে অগ্নিদগ্ধ হয়ে যারা মারা যান আল্লাহ তা'আলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে থাকেন। অগ্নিদগ্ধদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

নেতৃদ্বয় আরও বলেন, এটা কি কোন নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে কোন কারণ রয়েছে তা খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। খেলাফত আন্দোলন নেতৃবৃন্দ নিহতদের শাহাদাত কামনা করেন এবং অগ্নিগ্ধ হয়ে আহতদের সুস্থতা কামনা করে নেক দোয়া করেন। হতাহতদের শোকাহত পরিবারের সাথে সমবেদনা প্রকাশ করেন। আল্লাহ তাআলা সকলকে অপমৃত্যু থেকে হেফাজত করুন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী : 

উত্তরায় বিমান দূর্ঘটনায় সোমবার (২১ জুলাই) এক বিবৃতিতে শোক প্রকাশ কারেছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। 

সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কাজে অংশগ্রহণ, আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তার উদাত্ত আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আল্লাহ তা'য়ালা নিহতদের ওপর রহম করুন, ক্ষমা করুন ও এদের প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের উচু মাকাম দান করুন। আহতদের আল্লাহ তায়ালা দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করে তাঁর অপরিসীম নিয়ামতে সিক্ত করুন।

জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ : 

উত্তরা মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সোমবার (২১ জুলাই )গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

এ সময় নেতাকর্মীদেরকে এগিয়ে আসারও আহ্বান জানান তারা।

খেলাফত মজলিস :

সোমবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে খেলাফত মজলিস।

দলের নেতাকর্মীদেরকে উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতদের সর্বাত্মক সহযোগীতার আহ্বান জানিয়ে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। যারা নিহত হয়েছেন মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করছি। শোকক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। 

বাংলাদেশ খেলাফত মজলিস : 

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে শিক্ষার্থীসহ হতাহতের ঘটনায় সোমবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

দলের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ এক যৌথ বিবৃতিতে বলেন, এই দুর্ঘটনা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এভাবে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও ছাত্রছাত্রীদের আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মন্তুদ ও বেদনাদায়ক। আমরা নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করছি। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাই গভীর সমবেদনা।

নেতৃদ্বয় আরও বলেন, একটি প্রশিক্ষণ বিমান কীভাবে জনবহুল এলাকায়, তাও একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর এসে বিধ্বস্ত হলো—তা গভীরভাবে খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। আমরা এ ঘটনায় দ্রুত, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি। একইসাথে ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে, সে জন্য বিমান চলাচল সংক্রান্ত নীতিমালা ও নিরাপত্তাব্যবস্থা পুনর্মূল্যায়নের আহ্বান জানাচ্ছি।

নেজামে ইসলাম পার্টি : 

বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। 

সোমবার (২১ জুলাই) এক যৌথ বিবৃতিতে নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সারোয়ার কামাল আজিজী ও মহাসচিব মুসা বিন ইযহার বলেন, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের F-934 সিরিয়ালের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও উদ্বিগ্ন। গণমাধ্যম সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করা বিমানটি মেট্রোরেলের ডিপোর পাশে উত্তরার মাইলস্টোন কলেজের অভ্যন্তরে বিধ্বস্ত হয়।

নেতৃবৃন্দ আরও বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত অনেক হতাহতের খবর পাওয়া গেছে। আহতদের হেলিকপ্টারের মাধ্যমে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট, উত্তরা আধুনিক মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

ইসলামী ঐক্যজোট : 

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে শিক্ষার্থীসহ হতাহতের ঘটনায় এ ফেসবুক পোস্টে শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী।

সোমবার (২১ জুলাই) দেওয়া সেই পোস্টে তিনি লিখেন, উত্তরা বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের মাগফিরাত কামনা করছি এবং আহতদের জন্য দোয়া করছি—আল্লাহ তায়ালা যেন তাঁদের দ্রুত আরোগ্য দান করেন।