রহমত নিউজ 21 July, 2025 04:49 PM
রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দীর্ঘ হচ্ছে লাশের সারি। দগ্ধ হয়েছেন বহু মানুষ। আর এতে উৎসুক জনতার ভিড়ে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।
বিমান দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অভিভাবকরা ছুটে আসেন সন্তানদের খোঁজে। কলেজের সামনে উদ্বিগ্ন অভিভাবক ও স্বজনদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারি হয়ে ওঠে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের যে ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিধ্বস্ত হয়েছে সেখানে ক্লাস শেষে কোচিং চলছিল বলে জানা গেছে। সেই কোচিংয়ে উপস্থিত ছিলো প্রায় ১৫০ শিক্ষার্থী।
এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১১ জন মারা গেছেন। দগ্ধ হয়ে হাসপাতালে আছেন আরও শতাধিক।
আইএসপিআর জানিয়েছে, এ ঘটনায় উদ্ধার কাজ চলছে। সোমবার (২১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন অ্যান্ড ইউনিটে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত ২৮ জনকে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বলছেন, দগ্ধদের বেশির ভাগই শিক্ষার্থী। তবে তাৎক্ষণিকভাবে দগ্ধদের নাম পরিচয় জানা যায়নি।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে বিধ্বস্ত হয়। ঘটনাস্থল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা ভিডিওতে দেখা যায় ভবন থেকে দগ্ধ শরীর নিয়ে দৌড়ে বের হচ্ছে অনেকে। সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে।
আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। বিমানটি মাইলস্টোন কলেজ ক্যাস্পাসে বিধ্বস্ত হয়। উদ্ধার অভিযানে এরই মধ্যে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। এ ছাড়াও উদ্ধার তৎপরতায় কাজ করছে সেনাবাহিনী, যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি। এ ঘটনায় গুরুতর আহতদের উদ্ধারে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ চলছে।