| |
               

মূল পাতা রাজনীতি খেলাফত আন্দোলন রুহিতপুর ইউপি কমিটি পুনর্গঠন


খেলাফত আন্দোলন রুহিতপুর ইউপি কমিটি পুনর্গঠন


রহমত নিউজ     02 August, 2025     09:23 PM    


বাংলাদেশ খেলাফত আন্দোলন কেরানীগঞ্জ থানাধীন রুহিতপুর ইউনিয়নের কমিটি পুনর্গঠন সম্পন্ন হয়েছে।

শনিবার (২ জুলাই) বিকালে রুহিতপুরে অনুষ্ঠিত এক কর্মী সম্মেলনে এই কমিটি ঘোষণা করা হয়। আব্দুস সাত্তারকে আমীর ও মাওলানা আব্দুল হামিদকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষণা করেন দলের সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মাহিউদ্দিন।  

রুহিতপুর ধর্মশুর মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল হক হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় নায়েবে আমির  মাওলানা মুজিবুর রহমান হামিদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাজী জালাল উদ্দিন বকুল ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, মুফতী লোকমান হোসাইন, মাওলানা আব্দুল আজীজ, মুফতী জুনায়েদ, মাওলানা রফিকুল ইসলাম, মুফতি আব্দুর রহমান, জাহিদুল ইসলাম শাহিন প্রমূখ। 

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, দুর্নীতি স্বজনপ্রীতি চাঁদাবাজি ও ধান্দাবাজির কবর দেয়াই হচ্ছে জুলাই বিপ্লবের মূলচেতনা। দেশ থেকে ফ্যাসিষ্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশে চাঁদাবাজি ধান্দাবাজি দুর্নীতি স্বজনপ্রীতি বন্ধ হয়নি। এসব অপকর্ম বন্ধ করতে হলে কুরআন সুন্নাহ আলোকে ইসলামী রাষ্ট্রের বিকল্প নেই।

এ সময় তিনি দেশে ইসলামী হুকুমত কায়েম করতে সকলকে হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান জানান।