মূল পাতা আন্তর্জাতিক অবশেষে আফগানিস্তানে নিজেদের পরাজয় স্বীকার করল ন্যাটো
শেখ আশরাফুল ইসলাম 11 November, 2025 01:48 PM
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে নিজেদের পরাজয় স্বীকার করেছে ন্যাটো বাহিনীর সাবেক প্রধান এবং বর্তমানে নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গ।
সম্প্রতি দ্য টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আফগানিস্তানে লক্ষ্য পূরণের জন্য বলপ্রয়োগের যে পশ্চিমা কৌশল নেওয়া হয়েছিল, তা ছিল অত্যন্ত কঠিন এবং ফলও এসেছে উল্টো।
সোমবার (১০ নভেম্বর) হুররিয়াত রেডিওতে প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ২০ বছরের যুদ্ধ, ধ্বংস, ব্যাপক বিমান হামলা ও নানা মানবাধিকার লঙ্ঘনের পরও আফগান জনগণের দৃঢ় প্রতিরোধকে ভুলভাবে মূল্যায়ন করেছিল। শেষ পর্যন্ত সেই ভুলের ফলেই ২০২১ সালে তাদের আফগানিস্তান থেকে পালিয়ে যেতে হয়।
সূত্র : হুররিয়াড রেডিও