| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় জিম্মি মুক্তি স্থগিত করল হামাস


ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় জিম্মি মুক্তি স্থগিত করল হামাস


মুসলিম বিশ্ব ডেস্ক     11 February, 2025     12:05 PM    


ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করায় জিম্মিদের মুক্তি দেওয়ার পরবর্তী কার্যক্রম স্থগিত করার কথা জানিয়েছেন হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবায়দা।

তবে হামাসের এই ঘোষণাকে 'যুদ্ধবিরতি চুক্তির পরিপূর্ণ লঙ্ঘন' হিসেবে উল্লেখ করেছেন দখলদার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎয।

ইসরাইলের মিত্র রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজ্জায় আটকে থাকা সব জিম্মি শনিবারের মধ্যে ফেরত না দেওয়া হলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা উচিত।

ইহুদিবাদী ইসরাইল এবং হামাস ৬ সপ্তাহের একটি যুদ্ধবিরতি চুক্তিতে রয়েছে। এই চুক্তির আওতায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণে বন্দি হওয়া ইসরায়েলিদের মুক্তির বিনিময়ে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে।

হামাসের মুখপাত্র আবু উবাইদা বলেন, ইসরাইল বহুবার ওই যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে।

তিনি বলেন, গত তিন সপ্তাহে আমরা শত্রুপক্ষ থেকে চুক্তির লঙ্ঘন এবং শর্ত পালনে ব্যর্থতা পর্যবেক্ষণ করেছি। এই লঙ্ঘনগুলোর মধ্যে রয়েছে– উত্তর গাজায় উদ্বাস্তুদের ফিরে যাওয়ার প্রক্রিয়া বিলম্বিত করা, গাজার বিভিন্ন অঞ্চলে গোলাবর্ষণ এবং গুলি চালানো এবং চুক্তি অনুযায়ী সব ধরনের ত্রাণ সামগ্রী প্রবেশে বাধা দেওয়া। এর মধ্যে, রেজিস্টেন্স তাদের সমস্ত দায়িত্ব পালন করেছে।

এসময় যুদ্ধবিরতি চুক্তি ইসরাইল মেনে চললে হামাসও মেনে চলবে বলবে জানিয়েছেন আবু উবায়দা।