মূল পাতা আন্তর্জাতিক ভারতে মুসলমানদের উপর তাণ্ডব চালাচ্ছে হিন্দত্ববাদীরা
আন্তর্জাতিক ডেস্ক 18 March, 2025 03:08 PM
সম্প্রতি হিন্দুদের হোলি উৎসবকে কেন্দ্র করে অনেক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করে এবং তাদের বাড়িঘরে তাণ্ডব চালায় ভারতের হিন্দুত্ববাদীরা। এসব ঘটনায় প্রতিবাদ জানানোয় ফের মুসলমানদের উপর চড়াও হয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো।
সোমবার (১৭ মার্চ) দুপুরে সম্রাট আওরঙ্গজেবের কবর সরানোর দাবিতে নাগপুরের মহাল এলাকায় একটি বিক্ষোভ জমায়েত করে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল।
পুলিশ জানায়, এদিন কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপির বিক্ষোভে মুসলমানদের পবিত্র গ্রন্থ আল-কুরআন পুড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। এতে মুসলমানরা বেশ ক্ষুব্ধ হয় ও পুলিশের কাছে অভিযোগ দায়ের করে।
এদিকে মুসলমানদের ঐতিহ্য ধ্বংসের পায়তারা ও হিন্দুত্ববাদীদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় দুই পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক উত্তেজনাকর অবস্থা। বিক্ষোভের পর তুমুল সংঘর্ষ হয়েছে। বিক্ষোভে আওরঙ্গজেবের একটি ছবি ও ঘাসে ভরা সবুজ কাপড়ে আবৃত একটি প্রতীকী সমাধি পুড়িয়ে দেয় হিন্দুত্ববাদীরা।
জানা যায়, হিন্দুত্ববাদী সংগঠন “রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ” বা আরএসএসের কার্যালয়ের কাছে গিয়ে প্রতিবাদ জানায় মুসলমানরা। তারপর প্রতিবাদকারীদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় হিন্দুত্ববাদী সংগঠনগুলো।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সংঘর্ষ শুরু হওয়ার পর ৬ জন বেসামরিক নাগরিক ও ৩ জন পুলিশ অফিসার আহত হয়েছেন। এই ঘটনায় লাঠিচার্জ ও টিয়ার গ্যাসও ছোঁড়ে পুলিশ। এছাড়া, নাগরিকদের প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার আহ্বানও জানান তারা।
মঙ্গলবার নাগপুর পুলিশ জানিয়েছে, কোটওয়ালি, গণেশপেঠ, তাহসিল, লাকড়গঞ্জ, পাচপাওলি, শান্তিনগর, সাক্কারদারা, নন্দনবান, ইমামবাড়া, যশোধরানগর ও কপিলনগর থানা এলাকায় কারফিউ জারি করা হয়েছে।