মূল পাতা মুসলিম বিশ্ব সিরাজুদ্দিন হক্কানীর মাথার বিনিময়ে ঘোষণা করা পুরস্কার প্রত্যাহার করল আমেরিকা
মুসলিম বিশ্ব ডেস্ক 23 March, 2025 03:04 PM
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও তালেবানের নায়েবে আমীর সিরাজুদ্দিন হাক্কানিকে ধরতে তথ্য দেওয়ার জন্য এক কোটি ডলারের পুরস্কার ঘোষণা করেছিল আমেরিকা। তবে সম্প্রতি এই পুরস্কার প্রত্যাহার করেছে দেশটি।
শনিবার (২২ মার্চ) আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কা’নী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আব্দুল আজিজ হক্কানী ও ইয়াহিয়া হক্কানীর খোঁজ দেওয়ার জন্য ৫ মিলিয়ন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দীন হক্কানীকে ধরিয়ে দেওয়ার জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলারের পুরষ্কার পত্যাহার করেছে আমেরিকা।
রয়টার্স জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে আফগানিস্তানে পর্যটক হিসেবে গিয়ে তালেবানের হাতে আটক হওয়া জর্জ গ্লেজম্যানকে গত বৃহস্পতিবার মুক্তি দেওয়ার পরই হাক্কানির ওপর থেকে পুরস্কার প্রত্যাহারের সিদ্ধান্ত আসে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, বৈশ্বিক সম্পর্ক স্বাভাবিক করতেই মার্কিন নাগরিকদের মুক্তি দেওয়া হচ্ছে।
২০২১ সালে তালেবান সরকার ক্ষমতায় ফেরার পরও আন্তর্জাতিক সম্প্রদায় এখনো তাদের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।