| |
               

মূল পাতা জাতীয় প্রকাশিত হলো বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল; পাসের হার ৮০.৩৮


প্রকাশিত হলো বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল; পাসের হার ৮০.৩৮


রহমত নিউজ     27 March, 2025     02:45 PM    


দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে প্রকাশিত হলো কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল। গড় পাসের হার ৮০:৩৮%।

বৃহস্পতিবার (২৭ মার্চ ) দুপুর ১২টায় বেফাক মিলনায়তনে বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর উপস্থিতিতে মহাসচিব মাওলানা মাহফুজুল হক ফলাফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, গড় পাসের হার ৮০.৩৮%। মুমতায (স্টার মার্ক) ৫৫,১৪২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫,০৩৮ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৬৪,৬৩২ জন। মাকবুল (৩য় বিভাগ) ৯১,৩৬১ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,৬৬,১৭৩ জন।

পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ওয়েবসাইট (www.wifaqresult.com)-এ পাওয়া যাবে। এ সময় শুধু ২০২৫ সালের নতুন ফলাফলই প্রদর্শন করা হবে। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ফলাফল এই ওয়েবসাইটে শাওয়াল মাস থেকে দেখা যাবে।

যেভাবে ফলাফল দেখবেন :

ব্যক্তিগত ফলাফল দেখার জন্য ইন্টারনেট ব্রাউজার থেকে www.wifaqresult.com সাইটে প্রবেশ করে সন মারহালা ও রোল নম্বর দিয়ে আপনার রেজাল্ট দেখতে পারবেন।

মাদরাসা ওয়ারি ফলাফল দেখার জন্য ইন্টার ব্রাউজার থেকে www.wifaqresult.com এই ঠিকানায় প্রবেশ করে সন মারহালা ইলহাক নম্বর দেওয়ার পর বেফাকে দেওয়া আপনার মাদরাসার ফোন নম্বরের শেষের দুইটি নম্বর দিয়ে সার্চ বাটনে ক্লিক করুন।

উল্লেখ্য; গত ৩ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়।