| |
               

মূল পাতা আন্তর্জাতিক দেড় দশক পর আগামীকাল বৈঠক; আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব


দেড় দশক পর আগামীকাল বৈঠক; আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব


আন্তর্জাতিক ডেস্ক     16 April, 2025     09:51 AM    


দেড় দশক পর আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিবদের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়।  এতে অংশগ্রহণের জন্য আজ দুপুরে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় বৈঠকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বাংলাদেশের এবং পররাষ্ট্র সচিব আমনা বালুচ পাকিস্তানের নেতৃত্ব দেবেন।

খসড়া সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে তিনি পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দেবেন। মধ্যহ্নভোজের পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে তাঁর সম্মানের রাজধানীর বারিধারায় এক বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। যেখানে সুশীল সমাজের প্রতিনিধিরা এবং পাকিস্তানি ডায়াসপরা যোগ দেবেন।

দুই দেশের পররাষ্ট্রসচিবেরা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, সংযুক্তিসহ নানা বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।