রহমত নিউজ 01 May, 2025 01:21 PM
শ্রমিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (১ মে) “মে দিবস” উপলক্ষ্যে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
নেতৃদ্বয় বলেন, ইসলাম পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থার নাম। সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে শ্বাশত এই ধর্মে। মালিক শ্রেণিকে বলা হয়েছে যে, তোমরা গায়ের ঘাম শুকানোর আগেই তোমরা শ্রমিকের পাওনা পরিশোধ করে দাও।
জমিয়ত নেতৃদ্বয় আরও বলেন, শ্রমিক মালিক উভয় পক্ষের মধ্যে সুন্দর পন্থায় সমন্বয় সাধন করে শ্রমিকজনতার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। এ ক্ষেত্র শ্রম ও শ্রমিকের অধিকারসংক্রান্ত ইসলামের নির্দেশনাসমূহ অনুসরণ অপরিহার্য। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শ্রমিকজনতা কোন ভাবেই যেন আর অবহেলা ও নিগ্রহের শিকার না হন, সে লক্ষে রাষ্ট্রকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রমিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
নেতৃদ্বয় আরো বলেন, আজও আমরা দেখতে পাই শ্রমিকদেরকে তাদের পাওনা আদায়ের জন্য রাস্তায় নামতে হয়,এটা খুবই দুঃখজনক। বিভিন্ন জায়গায় শ্রমিকেরা ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করলে তাদেরকে ছাঁটাই করা হয়। সরকারকে এ সব আচরণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।