রহমত নিউজ 04 May, 2025 02:37 PM
রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকা সত্ত্বেও রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে সেগুলোকে ছাড় দিয়ে একটি অভিন্ন অবস্থানে আসার আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
রোববার (৪ মে) সকালে ১২ দলীয় জোটের সঙ্গে কমিশনের প্রথম দিনের সংলাপের শুরুতে এসব কথা বলেন তিনি।
আলী রীয়াজ বলেন, কমিশনের প্রধান উদ্দেশ্য হলো সকলের সঙ্গে আলোচনার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যতের একটি সুস্পষ্ট পথরেখা তৈরি করা।
তিনি বলেন, কমিশন ভবিষ্যতে বাংলাদেশে যাতে স্বৈরশাসন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, রাষ্ট্রীয় নিয়ম-কানুন ব্যবহার করে যাতে পুনরায় স্বৈরশাসনের মতো পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।
তিনি জানান, দ্রুত রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছাতে হবে, বিলম্বের সুযোগ নেই।
তিনি আরও বলেন, যদি ঐকমত্য প্রতিষ্ঠা করতে হয়, তাহলে প্রত্যেক পক্ষকেই কিছু না কিছু ছাড় দিতে হবে। রাষ্ট্রের মৌলিক নীতি ও বিষয়গুলোতে সকলের একমত হওয়া উচিত।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠক উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।