মূল পাতা আন্তর্জাতিক ইমরান খান ও বিলাওয়াল ভুট্টোর এক্স অ্যাকাউন্ট ব্লক করল ভারত
আন্তর্জাতিক ডেস্ক 05 May, 2025 11:46 AM
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো-জারদারির এক্স (টুইটার) অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এমন পদক্ষেপ নিল দেশটি।
সোমবার (৫ মে) এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।
দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, ভারতের ভেতরে কেউ এই দুই নেতার এক্স প্রোফাইলে ঢুকতে গেলে সেখানে দেখা যাচ্ছে, “আইনি নির্দেশনার কারণে এই অ্যাকাউন্ট ভারতে বন্ধ করা হয়েছে।”
ভারতের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে পিপিপি। বিলাওয়াল হাউসের গণমাধ্যম সেলের এক বিবৃতিতে বলা হয়েছে, বিলাওয়াল ভুট্টো-জারদারির বক্তব্যে আতঙ্কিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মাধ্যমে এটিই প্রমাণ হয় ভারত গণতান্ত্রিক দেশ নয় এবং তাদের প্রধানমন্ত্রী ভীতু ব্যক্তি।
উল্লেখ্য; বিতর্কিত কাশ্মীর ভূখণ্ডের ভারতীয় অংশে সম্প্রতি এক বন্দুক হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়। এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে ভারত। তবে পাকিস্তান বলছে, এই হামলা ভারত নিজেরাই ঘটিয়েছে পাকিস্তানকে কোনঠাসা এবং কাশ্মিরে মুসলমানদের উপর নির্যতন চালানোর জন্য।