| |
               

মূল পাতা রাজনীতি নারী সংস্কার কমিশনে প্রগতিশীল কিছু ইসলামিক স্কলারকে রাখা উচিত ছিল: মির্জা ফখরুল


নারী সংস্কার কমিশনে প্রগতিশীল কিছু ইসলামিক স্কলারকে রাখা উচিত ছিল: মির্জা ফখরুল


রহমত নিউজ     07 May, 2025     11:14 AM    


নারী সংস্কার কমিশনে প্রগতিশীল কিছু ইসলামি স্কলারকে রাখা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সম্প্রতি জাতীয় একটি দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূস যে কমিশন গঠন করেছেন (নারী বিষয়ে), সেটা গঠনের সময় বাংলাদেশের যে সংস্কৃতি, এখানকার মানুষের চিন্তাভাবনা বিবেচনায় নেননি। সরকারের উচিত ছিল, ওই কমিশনে প্রগতিশীল কিছু ইসলামিক স্কলারকে রাখা। তাহলে বিষয়গুলো এভাবে আসত না।