| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত সমমনা পাঁচ ইসলামী দলের


নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত সমমনা পাঁচ ইসলামী দলের


রহমত নিউজ     08 May, 2025     09:19 PM    


আগামী জাতীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সমমনা পাঁচ ইসলামী দল। এই জোটের আরও কিছু দল যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। আলোচনা চলছে।

বৃস্পতিবার (৮ মে) বিকাল ৪ টায় রাজধানীর পুরানা পল্টনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত সমমনা ইসলামী দল সমূহের লিঁয়াজো কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।

বৈঠকে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান,খেলাফত মজলিসের মহাসচিব ড.আহমদ আব্দুল কাদের ও যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমদ ও যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী,নেজাম ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।