| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল মুসলমানদের ধ্বংস করতে ভারত গায়ে পড়ে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করেছে : খেলাফত আন্দোলন


মুসলমানদের ধ্বংস করতে ভারত গায়ে পড়ে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করেছে : খেলাফত আন্দোলন


রহমত নিউজ     08 May, 2025     08:46 PM    


ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

তিনি বলেন,যুদ্ধ কখনো কোন দেশের জন্যই মঙ্গলজনক নয়। যুদ্ধ সরঞ্জাম বিক্রয় করার জন্য কোন কোন দেশ চায় পৃথিবীতে যুদ্ধ লেগে থাকুক। আধিপত্য বিস্তার ও মুসলিম জাতিকে ধ্বংস করার জন্যই ভারত গায়ে পড়ে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেছে। কাশ্মীরের পেহেলগাওয়ের হামলা ভারতের সাজানো নাটক ছাড়া কিছু নয়।

বৃহস্পতিবার (৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আমীরে খেলাফত এসব কথা বলেন।

মাওলানা মিয়াজী আরও বলেন, ভারত দীর্ঘদিন থেকে কাশ্মীর কে মুসলিম শূন্য করার জন্য সব ধরনের রাষ্ট্রীয় কৌশল অবলম্বন করে আসছে। এমনকি ভারতকে মুসলিম শূন্য করার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। অসংখ্য মসজিদ মাদরাসা ও মুসলমানদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে। এ জুলুম বন্ধ না হলে ভারতকে চরম মূল্য দিতে হবে।

দুই দেশকেই শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুদ্ধ নয় বরং মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে জালেম ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা সময়ের দাবি। জিহাদ ছাড়া সন্ত্রাস নির্মূল করা সম্ভব নয়। ভারতের ঔদ্ধত্য প্রমাণ করে তাদের ধ্বংসের সময় ঘনিয়ে এসেছে।

এসময় ইসলাম ও মুসলমানদের রক্ষায় মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ ও জনগণকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি।