রহমত নিউজ 09 May, 2025 02:47 PM
পতিত ফ্যাসিবাদি আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গ-সংগঠনগুলোর নিষিদ্ধের দাবিতে গত রাত থেকেই দেশব্যাপী শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা। এতে সমর্থন দিয়েছে ইসলামী রাজনৈতিক দলসমূহ এবং হেফাজত ইসলামের নেতাকর্মীরা।
আজ শুক্রবার (৯ মে) বাদ জুমা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এতে একাত্মতা পোষণ করে সবাইকে অংশগ্রহণের আহ্বান বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
তিনি বলেন, জালেমদের বিরুদ্ধে আলেমরা সব সময় আগে ছিলো,ভবিষ্যতেও থাকবে। ফ্যাসিবাদী আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ করুন।