রহমত নিউজ 11 May, 2025 08:38 PM
আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আন্দোলনকারী বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
রোববার (১০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওনা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দীন যাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী ও প্রচার সম্পাদক মুফতী ইমরানুল বারী সিরাজী বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন জানান।
নেতৃবৃন্দ বিপ্লবী জনতার এই বিজয়ে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন এবং বিডিআর, শাপলা চত্বর , ২০২১ ও জুলাই গণহত্যাসহ আওয়ামী আমলের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।
একই সঙ্গে দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে শান্তি, শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নেওয়ারও আহবান জানান জমিয়ত নেতৃবৃন্দ।