| |
               

মূল পাতা আন্তর্জাতিক মুসলিম হওয়ায় টেকনিশিয়ানকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিলেন হিন্দু মহিলা


মুসলিম হওয়ায় টেকনিশিয়ানকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিলেন হিন্দু মহিলা


শেখ আশরাফুল ইসলাম     19 May, 2025     11:40 AM    


এবার মুসলিম হওয়ায় বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন এসি টেকনিশিয়ান। এসি সার্ভিস করতে যাওয়ার পর তরুণটি মুসলিম শোনার পর হিন্দু এক মহিলা তাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয়। ঘটনাটি ভারতের কোথায় ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে এক ভিডিও থেকে বিষয়টি জানা যায়। 

মুসলিম এসি টেকনিশিয়ান অভিযোগ করেন, তিনি মুসলিম একথা শোনার পর তাকে হুমকি ও ভয় দেখানো হয়। দ্রুত বাড়ি থেকে বের হয়ে না গেলে তার পেছনে কুকুর ছেড়ে দেওয়া হবে, এমন ভয়ও দেখানো হয়। সেই এসি টেকনিশিয়ান পুরো ঘটনা তার মোবাইলে ভিডিও ধারণ করেছেন।

হিন্দু সেই মহিলা মুসলিম সেই টেকনিশিয়ানকে উদ্দেশ্য করে বলতে থাকে, এই জায়গা ছেড়ে চলে যাও এবং রেকর্ডিং বন্ধ করো, নাহলে তোমাকে চরম পরিণতি ভোগ করতে হবে।

ভিডিওতে দেখা মুসলিম ব্যক্তিটি হতবাক ও হতাশা প্রকাশ করে বলছেন, এই গরমের মধ্যে কাজ করা একজনকে তার ধর্মের জন্য কটাক্ষ করা হচ্ছে। আমরা এই পরিস্থিতিতে আছি। সে আমার ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করেছিল এবং বলেছিল যে মুসলিমরা দেশে সমস্যা সৃষ্টি করে।

পহেলগাম হামলার পর ভারতজুড়ে মুসলিমবিদ্বেষ ব্যাপকভাবে বেড়ে গেছে। যা মুসলিমদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। APCR -এর প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সারা দেশে ১৮৪টি মুসলিম-বিরোধী ঘৃণামূলক অপরাধের খবর পাওয়া গেছে।

সূত্র : মুসলিম মিরর