| |
               

মূল পাতা আন্তর্জাতিক এবার মাদরাসা সিলেবাসে “অপারেশন সিঁদুর” অন্তর্ভূক্ত করছে ভারত


এবার মাদরাসা সিলেবাসে “অপারেশন সিঁদুর” অন্তর্ভূক্ত করছে ভারত


শেখ আশরাফুল ইসলাম     21 May, 2025     01:36 PM    


এবার মাদরাসার পাঠ্যক্রমে “অপারেশন সিঁদুর” অন্তর্ভূক্ত করার অপচেষ্টা চালাচ্ছে ভারতের উত্তরাখণ্ড মাদরাসা শিক্ষা বোর্ড। উত্তরাখণ্ড মাদরাসা শিক্ষা পরিষদের সভাপতি মুফতী শামুন কাসমি এই ঘোষণা দেন।

তিনি বলেন, উত্তরাখণ্ডে ৪৫১টি মাদরাসা রয়েছে, যেখানে প্রায় ৫০,০০০ শিক্ষার্থী রয়েছে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগানো।

মঙ্গলবার (২০ মে) দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে সাক্ষাতের পর এই সিদ্ধান্তের কথা জানায় শামুন কাসমি।

প্রতিরক্ষামন্ত্রীর সাথে করা সেই বৈঠকে  তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেনাবাহিনী এবং রাজনাথ সিংয়ের প্রশংসা করেন। সেই সাথে অপারেশন সিঁদুরের সাফল্যের জন্যও প্রতিরক্ষামন্ত্রীকে অভিনন্দন জানান।

শামুন কাসমি আরও বলেন, সশস্ত্র বাহিনীর সাহসিকতা সারা দেশের মানুষের প্রশংসা কুড়িয়েছে এবং মাদরাসা শিক্ষার্থীদেরও এই জাতীয় গর্ব সম্পর্কে জানা উচিত।

তিনি বলেন, আমরা আমাদের শিশুদের সাথে অপারেশন সিঁদুরের সফল্যের গল্প ভাগ করে নিতে চাই। যাতে ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারে আমাদের সৈন্যরা কীভাবে শক্তি এবং সাহসের সাথে এই অভিযান পরিচালনা করেছেন।

এসময় তিনি উল্লেখ করেন, মাদরাসার সিলেবাসে অপারেশন সিঁদুরের উপর একটি অধ্যায় অন্তর্ভুক্ত করার জন্য শীঘ্রই পাঠ্যক্রম কমিটির একটি সভা ডাকা হবে।

সূত্র : মুসলিম মিরর