মূল পাতা আন্তর্জাতিক বিজেপি বিধায়কের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ; উঠে এলো লোমহর্ষক বর্ণনা
শেখ আশরাফুল ইসলাম 22 May, 2025 12:59 PM
২০২৩ সালে ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপির বিধায়ক মুনিরথনা এবং তার তিন সহযোগীর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ করেছেন বেঙ্গালুরুর একজন সমাজকর্মী। সেই সমাজকর্মী চলতি সপ্তাহে থানায় অভিযোগ দায়ের করেন। আর এতেই উঠে এসেছে গণধর্ষণের সেই লোমহর্ষক ঘটনা।
বৃহস্পতিবার (২২ মে) ভারতের সংবাদমাধ্যম মুসলিম মিররের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসে বিজেপি বিধায়ক মুনিরথনা এবং তার তিন সহযোগী বসন্ত, চন্নকেশওয়া এবং কমলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুসারে, বিজেপির বিধায়ক ও তারা তিন সহযোগী মিলে সেই সমাজকর্মীকে ধর্ষণ করে এবং বিষাক্ত পদার্থ ইনজেকশন করে। তারপর সেই সমাজকর্মীর মুখে প্রস্রাব করে তারা। প্রতিরোধ করলে তার ছেলেকে মেরে ফেলার হুমকি দেয় বিজেপি বিধায়ক।
সেই সমাজকর্মী অভিযোগ করে, মুনিরথনা আমাকে হুমকি দিয়েছিল যে, আমি যদি কথা বলি তাহলে সে আমার পরিবারকে ধ্বংস করে দেবে।
মুনিরথনের ক্ষমতার প্রভাবে তাকে পিনিয়া এবং আরএমসি ইয়ার্ড থানায় মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছিল বলেও অভিযেগ করেন সেই সমাজকর্মী।
এই ঘটনার পর ধর্ষিতা সেই সমাজকর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ১৯ মে আত্মহত্যার চেষ্টা করেন বলেও জানা গেছে।
এর আগেও একাধিকবার বিজেপির এই বিধায়কের বিরুদ্ধে ধর্ষণ, যৌন হেনস্তা, এইচআইভি আক্রান্ত মহিলাদের দিয়ে বিভিন্ন রাজনীতিকদের মধুচক্রে ফাঁসানোর মামলা দায়ের হয়েছে।
সূত্র : মুসলিম মিরর