মূল পাতা আন্তর্জাতিক কাশ্মীর ইস্যুতে ভারত একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না: পাক সেনাবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক 24 May, 2025 11:45 AM
কাশ্মীর ইস্যুতে ভারত একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কাশ্মীর একটি ত্রিপাক্ষিক ইস্যু, যেখানে পাকিস্তান, ভারত ও চীন প্রত্যক্ষভাবে জড়িত, এবং সমাধান হতে হবে জাতিসংঘের প্রস্তাব ও কাশ্মীরি জনগণের মতামতের ভিত্তিতে।
সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনাকে সাধারণ যুদ্ধ নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে একটি লড়াই হিসেবে অভিহিত করেন পাকিস্তান আইএসপিআর ডিজি।
তিনি বলেন, এই বিজয় কেবলমাত্র অস্ত্রের নয়, এটি আদর্শ ও সত্যের বিজয়। এবং সেই বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে।
তিনি ভারতের বিরুদ্ধে ভুয়া তথ্যপ্রচার ও প্রপাগান্ডার অভিযোগ তুলে বলেন, পুলওয়ামা ঘটনার পর ভারতীয় মিডিয়া একতরফা ও ভিত্তিহীন প্রচার চালিয়েছে। তিনি দাবি করেন, পাকিস্তান সবসময় নিরপেক্ষ তদন্ত ও আন্তর্জাতিক পর্যবেক্ষণের দাবি জানিয়েছে, যা ভারত উপেক্ষা করেছে — বিশেষ করে পেহেলগাম ঘটনার পর।
সাক্ষাৎকারে ডিজি আইএসপিআর ভারতের মিডিয়ায় গোল্ডেন টেম্পলে হামলার যে দাবি করা হয়েছে তাকে লজ্জাজনক মিথ্যা বলে অভিহিত করেন।
তিনি বলেন, পাকিস্তান সব ধর্মীয় স্থানের প্রতি শ্রদ্ধাশীল, বিশেষ করে শিখ সম্প্রদায়ের জন্য পবিত্র নানকানা সাহিব, পানজা সাহিব ও করতারপুরের মতো স্থাপনাগুলোর প্রতি।