রহমত নিউজ 24 May, 2025 10:40 AM
হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর অন্যতম খলিফা ও আল-হাইয়্যাতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়ার পরীক্ষা নিয়ন্ত্রক শাইখুল হাদিস মাওলানা ইসমাঈল বরিশালী হার্ট অ্যাটাক করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
শুক্রবার (২৩ মে) বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম-মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী এই তথ্য জানিয়েছেন।
মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী জানান, বৃহস্পতিবার (২২ মে) রাতে হার্ট অ্যাটাক হয় মাওলানা ইসমাঈল বরিশালীর। বর্তমানে তিনি মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
এসময় তিনি তার পরিপূর্ণ সুস্থতার জন্য সকলের কাছে বিশেষভাবে দোয়া চান।
প্রবীণ এই আলেম জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচরের শাইখুল হাদিস এবং সাত সদস্যের পরিচালনা বোর্ডেরও সদস্য। তিনি রহমত নিউজের সম্পাদক।