| |
               

মূল পাতা জাতীয় মক্কায় বাংলাদেশি আলেমদের অপরূপ মিলনমেলা; প্রশংসায় ভাসাচ্ছে নেটিজেনরা


মক্কায় বাংলাদেশি আলেমদের অপরূপ মিলনমেলা; প্রশংসায় ভাসাচ্ছে নেটিজেনরা


শেখ আশরাফুল ইসলাম     02 June, 2025     01:23 PM    


২০২৫ সালের পবিত্র হজ পালনের উদ্দেশে যাওয়া বাংলাদেশি আলেমদের মধ্যে দেখা গেলো এক অপরূপ মিলনমেলার দৃশ্য। মত, পথ ও ঘরানার ভিন্নতা ডেঙিয়ে সবাই বসেছেন একই দস্তরখানে।

সৌদি প্রবাসি যুবায়ের মাহমুদের দেওয়া এক পোস্টের কিছু ছবিতে দেখা যায়, সকল ঘরানার শীর্ষস্থানীয় আলেম ও ইসলামি চিন্তাবিদরা একে অপরের মুখে মিষ্টি তুলে দিচ্ছেন এবং খোশ গল্প করছেন। এসময় বেশ আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঐক্যবদ্ধতার এই বিষয়টিকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। 

যুবায়ের মাহমুদের দেওয়া সেই পোস্টের কমেন্টবক্সে মুহাম্মাদ এনামুল হক মাসুদ নামে একজন মন্তব্য করেছেন, “আল্লাহ তা'আলা বাইতুল্লাহর আঙ্গীনায় যেভাবে সব দল-মত ভুলে তাওহিদের বন্ধনে এক হয়ে বসার তাওফিক দিয়েছেন ঠিক তেমনি বাংলার সবুজ প্রান্তরেও বিশুদ্ধ তাওহিদের আলোকে আমাদের সকলকে এক ও নেক হওয়ার তাওফিক দান করুন।”

মুফতী রবিউল ইসলাম নামে আরেকজন লিখেছেন, আল্লাহ তায়ালা উলামায়ে কেরামের ভুলত্রুটি ক্ষমা করে তাদের ঐক্য মজবুত করুন। তাদের অনুসারীদের মধ্যেও ঐক্য মজবুত করুন।

এই মিলনমেলায় দেখা গেছে মিজানুর রহমান আজহারী, শায়খ আহমাদুল্লাহ, মাওলানা মামুনুল হক, মুফতী হারুন ইজহার, মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা হাসান জামিল, আবুল কালাম আজাদ বাশার, আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, রেজাউল করিম আবরার, শামসুদ্দোহা আশরাফী, শামিম সাঈদি, মুফতী তাহমিদুল মাওলা, মুফতি কাজী ইব্রাহিম, মোস্তাক ফয়েজিসহ দেশের গণ্যমান্য শীর্ষস্থানীয় আলেমদের।