| |
               

মূল পাতা আন্তর্জাতিক মধ্যপ্রাচ্যে শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরাইল : এরদোগান


মধ্যপ্রাচ্যে শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরাইল : এরদোগান


আন্তর্জাতিক ডেস্ক     21 June, 2025     06:39 PM    


ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের পথে সবচেয়ে বড় বাধা বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংলাপ ভন্ডুল করতে ইরানে ইসরায়েল হামলা করেছে বলেও উল্লেখ করেছেন তিনি।

শনিবার (২১ জুন) তুরস্কের ইস্তাম্বুল শহরে মুসলিম দেশগুলোর আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর সম্মেলন শুরু হয়েছে। সেখানে সংস্থার সদস্যরাষ্ট্র তুরস্কের রাষ্ট্র ও সরকারপ্রধান হিসেবে বক্তব্য দিয়েছেন এরদোয়ান।

নিজ বক্তব্যে ইরানের ওপর ইসরাইলের হামলাকে ‘পুরোপুরি গুন্ডামি’ উল্লেখ করে এরদোগান বলেন, ইরানে ইসরাইল যা করছে, তা পুরোপুরি গুন্ডামি। নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার চায় (পরমাণু প্রকল্প ইস্যুতে) আমেরিকার সঙ্গে ইরানের আলোচনা ভন্ডুল হোক, হামলার মূল কারণ এটাই।

তিনি বলেন, বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি আমার অনুরোধ— আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সঙ্গে সঙ্গতি রেখে আপনারা ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিন।

গত ১৩ জুন থেকে ইরানে অবৈধভাবে সামরিক অভিযান শুরু করেছে ইসরাইল, যা এখনও চলছে। অভিযানে এ পর্যন্ত ইরানে নিহত হয়েছেন অন্তত ৪৩০ জন। নিহতদের মধ্যে ইরানের সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরিসহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন।

সূত্র : বিবিসি