রহমত নিউজ 22 June, 2025 01:28 PM
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাক্ষাত করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ।
রোববার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অফিসে প্রধান নির্বাচন কমিশনার খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ সাক্ষাত করেন।
খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকন, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী ও সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দিন।
সাক্ষাত শেষে হযরত হাফেজ্জী হুজুর রহমতুল্লাহি আলাইহি-এর জীবন ও আদর্শ নিয়ে রচিত একটি গ্রন্থটি প্রধান নির্বাচন কমিশনারে হাতে তুলে দেন খেলাফত আন্দোলন নেতৃবৃন্দ।