| |
               

মূল পাতা আন্তর্জাতিক আগামীকাল ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিব


আগামীকাল ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিব


আন্তর্জাতিক ডেস্ক     07 July, 2025     08:44 PM    


একদিনের সংক্ষিপ্ত সফরে আগামীকাল মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা সফরে আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব অধ্যাপক হালুক গরগুন।

সোমবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

তারা জানান, ঢাকা সফরকালে অধ্যাপক হালুক গরগুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বৈঠক করবেন।

জানা গেছে, ঢাকা-আঙ্কারার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে অধ্যাপক হালুক গরগুন ঢাকায় আসছেন। ঢাকা সফরকালে দুদেশের প্রতিরক্ষা খাতে কেনাকাটা, প্রশিক্ষণ, গবেষণা, বিনিয়োগ আলোচনা প্রাধান্য পাবে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের অধীনে সরাসরি কাজ করে প্রতিরক্ষা শিল্প সংস্থা (ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি–এসএসবি)। মূলত বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক; বিশেষ করে প্রশিক্ষণ, গবেষণার মাধ্যমে সশস্ত্র বাহিনীর বিকাশ ও বিবর্তনের বিষয়ে এসএসবি মূল ভূমিকা রাখে।