| |
               

মূল পাতা আন্তর্জাতিক সীমান্তে হত্যা বন্ধে বিএসএফের বিরুদ্ধে দাঁড়াতে হবে : নাহিদ ইসলাম


সীমান্তে হত্যা বন্ধে বিএসএফের বিরুদ্ধে দাঁড়াতে হবে : নাহিদ ইসলাম


আন্তর্জাতিক ডেস্ক     10 July, 2025     12:07 PM    


ভারতের সীমান্ত বাহিনী বিএসএফ এখন খুনিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ২০০০ সালের পর থেকে বাংলাদেশের সীমান্তে অসংখ্য মানুষ হত্যা করেছে বিএসএফ। হত্যা বন্ধ করতে হলে আমাদের এই বাহিনীর বিরুদ্ধে দাঁড়াতে হবে।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচির নবম দিন ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এক পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।

এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে যেন আর কোনো এক-এগারো না হয়– সেদিকে সচেষ্ট থাকতে হবে। আমরা অবশ্যই একটি শান্তিপূর্ণ নির্বাচন চাই। তার আগে সংস্কার ও শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে।

পথসভায় বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, মাহিন সরকার প্রমুখ।