| |
               

মূল পাতা রাজনীতি পতিতাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি যিনা-ব্যভিচারকে বৈধ ঘোষণার শামিল : খেলাফত আন্দোলন 


পতিতাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি যিনা-ব্যভিচারকে বৈধ ঘোষণার শামিল : খেলাফত আন্দোলন 


রহমত নিউজ     15 July, 2025     01:19 PM    


পতিতাদেরকে রাষ্ট্রীয় প্রণোদনা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ও মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী।

মঙ্গলবার (১৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিৃবতিতে তারা বলেন, পতিতাদের  রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া যিনা- ব্যভিচারের মতো জঘন্য কর্মকাণ্ডকে বৈধ ঘোষণার শামিল। সম্প্রতি উপদেষ্টা শারমিন মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে পতিতাদের মর্যাদা ও স্বীকৃতি স্বরূপ ২ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দিয়ে যৌনকর্মীদেরকে তাদের কাজে উৎসাহ প্রদান করেছেন। যৌনকর্মী, সমকামী ও ট্রান্সজেন্ডারদের পক্ষে কাজ করা "নারী পক্ষ" নামে একটি বিতর্কিত এনজিও সংস্থার হাতে এই আর্থিক প্রণোদনা তুলে দেওয়া  হয় বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই ঘটনার দ্বারা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার সংস্থার কার্যক্রম শুরু হয়ে গেছে মনে করেন দেশবাসী। আমরা এর তীব্র নিন্দা জানাই।

নেতৃদ্বয় আরও বলেন, যৌনকর্মে উৎসাহিত করা নারী জাতিকে অপমান করার শামিল। যৌনকর্মর নেপথ্যে নারী ও শিশু পাচার করা হয়, জোর করে অন্যায় কাজে বাধ্য করা হয় এবং মাদকের রমরমা বাণিজ্য চলে। বাংলাদেশের মতো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এসব চলতে দেওয়া যায় না। ইসলাম বিদ্বেষী পশ্চিমাদের কোন এজেন্ডা এদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

নেতৃদ্বয় আরও বলেন, পতিতাদের ভালো কোন কাজে পুনর্বাসন করা হোক এতে কারো আপত্তি নেই। কিন্তু তাদের অপকর্মের স্বীকৃতি স্বরূপ তাদেরকে খুশি করতে রাষ্ট্রীয় প্রণোদনা দেওয়া বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী এবং পশ্চিমা অপসংস্কৃতি আমদানি করার নামান্তর। দেশ ও ইসলাম বিরোধী বিতর্কিত কর্মকাণ্ড বর্জন করে নাগরিকদের জান মাল ইজ্জত ও ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তারা।