মূল পাতা মুসলিম বিশ্ব এবার মাদরাসা বন্ধের দাবিতে রাস্তায় নেমেছে হিন্দুত্ববাদীরা
শেখ আশরাফুল ইসলাম 21 August, 2025 12:13 PM
ভারতের হায়দারাবাদে প্রাচীন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসায়ে নূমানিয়া বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে উগ্র হিন্দুত্বাবাদী সংগঠনগুলো। এই প্রতিষ্ঠানটি প্রায় চারশত বছরের পুরনো। গত সাত বছর ধরে পরিচালিত হচ্ছে মসজিদ-ই-হুসাইনীতে; যেটি কুতব শাহি যুগের প্রায় ৪০০ বছরের পুরনো একটি মসজিদ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) মুসলিম মিররের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
হিন্দুত্ববাদীদের এই বিক্ষোভকে শান্তিপূর্ণ শহরে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার পরিকল্পিত চেষ্টা বলে মন্তব্য করেছেন মজলিস বচাও তেহরিক (এমবিটি) এর মুখপাত্র আমজাদউল্লাহ খান।
তিনি বলেন, বহু বছর ধরে পরিচালিত হয়ে আসা প্রাচীন এই মাদরাসাটি বন্ধ করার দাবিতে বিক্ষোভ করেছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো। তারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।
তিনি অভিযোগ করেন, পুলিশ এই কর্মসূচি ঠেকানোর কোনো চেষ্টাই করেনি। প্রায় দুই ঘন্টা উস্কানিমূলক স্লোগান দিলেও কোনো পদক্ষেপ নেয়নি তারা।
বিক্ষোভকারী উগ্র হিন্দুদের অভিযোগ, মাদরাসাটিতে ‘বহিরাগত’ শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। তবে মাদরাসা কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, যাদেরকে ভর্তি করা হচ্ছে, তারা বহিরাগত নয় বরং স্থানীয়।
সূত্র: মুসলিম মিরর