| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ইসরাইলকে ঠেকাতে ঐক্যবদ্ধ আরব-মুসলিম নেতারা


ইসরাইলকে ঠেকাতে ঐক্যবদ্ধ আরব-মুসলিম নেতারা


রহমত নিউজ     16 September, 2025     11:21 AM    


এবার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলো মুসলিম বিশ্ব।ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণ ঠেকাতে সম্ভাব্য সব আইনি ও কার্যকর ব্যবস্থা নিতে চান আরব ও মুসলিম নেতারা।

দোহায় হামাস নেতাদের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণের পর কাতারের রাজধানীতে এই সিদ্ধান্ত নিয়েছেন ৫৭টি আরব ও ইসলামিক দেশের নেতারা। হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে আমেরিকা, জার্মানি, ইসরাইলসহ বেশ কিছু দেশ।

এছাড়া ছয় দেশের গালফ কোঅপারেশন কাউন্সিলও তাদের শীর্ষ বৈঠকের পাশাপাশি একটা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের জন্য যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবস্থা চালু করবে।

তারা আমেরিকাকে অনুরোধ করেছে, তারা যেন ইসরায়েলকে সংযত করে। গালফ কোঅপারেশন কাউন্সিলের সেক্রেটারি জেনারেল জাসেম মোহামেদ আল-বুদাইয়ি বলেছেন, ইসরায়েলকে সংযত করার ক্ষমতা ও প্রভাব আমেরিকার আছে। তারা যেন সেটা প্রয়োগ করে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলের পর কাতার সফরে গেছেন। তিনি সেখানে কাতারের সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দেবেন।