| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ইমাম আবু হানিফা (রহ.)-এর সম্মানে কাবুলে বিশেষ প্রদর্শনী; অংশগ্রহণ করবে ১৫টি দেশ


ইমাম আবু হানিফা (রহ.)-এর সম্মানে কাবুলে বিশেষ প্রদর্শনী; অংশগ্রহণ করবে ১৫টি দেশ


শেখ আশরাফুল ইসলাম     10 November, 2025     02:00 PM    


ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র জানিয়েছে, ইমাম আবু হানিফা (রহ.)–কে সম্মান জানাতে কাবুলে একটি বিশেষ প্রদর্শনী আয়োজন করা হচ্ছে। এই প্রদর্শনী চার ধাপে অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবে ১৫টি দেশের প্রতিনিধি ও বিনিয়োগকারীরা।

সোমবার (১০ নভেম্বর) হুররিয়াত রেডিওর প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।

১৫টি দেশের প্রতিনিধি ও বিনিয়োগকারীদের অংশগ্রহণের ফলে আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প খাতে নতুন সুযোগ তৈরি হবে বলেও জানায় আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র।

 আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রের পরিচালক মুহাম্মাদ সাবির লতিফ জানান, প্রদর্শনীটি আগামী ১৬ নভেম্বর শুরু হয়ে এক সপ্তাহ ধরে চলবে। বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা মনে করেন, এ ধরনের প্রদর্শনী শিল্প ও বাণিজ্যের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং দেশগুলোর মধ্যে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে।

সূত্র : হুররিয়াত রেডি