| |
               

মূল পাতা আন্তর্জাতিক ভারতে ফিলিস্তিনিদের জন্য অনুদান সংগ্রহের অভিযোগে ইমামের বিরুদ্ধে মামলা


ভারতে ফিলিস্তিনিদের জন্য অনুদান সংগ্রহের অভিযোগে ইমামের বিরুদ্ধে মামলা


শেখ আশরাফুল ইসলাম     21 June, 2025     03:06 PM    


ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের চালানো নৃশংস হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজ্জা। ধ্বংসস্তুপে অনাহারে দিনাতিপাত করছে ফিলিস্তিনিরা। আর তাই ভারতের উত্তর প্রদেশের বিজনৌর জেলার একজন ইমাম উদ্যোগ নেন অনুদান সংগ্রহের। আর এ কারণেই তার বিরুদ্ধে মামলা করে স্থানীয় পুলিশ।

অনুদান সংগ্রহকারী আলেম মাওলানা জাকি জেলার শেরকোট শহরের জামে মসজিদের ইমাম। 

এই ঘটনায় স্থানীয় মানুষজন অনেকেই ইমামের সমর্থনে রাস্তায় নেমেছেন। তারা বলছেন, গাজ্জার নির্যাতিতদের সাহায্য করার জন্য একটি মানবিক আবেদনকে কেন অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। বিশেষ করে যখন ভারত এবং বিদেশের অসংখ্য পরিবার ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য সাহায্যের প্রকাশ্য আয়োজন করছে।

বাসিন্দারা আরও অভিযোগ করেছেন যে, হিন্দুত্ববাদী সংগঠনগুলির চাপে ইমামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সাম্প্রতিক মাসগুলিতে, ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশের জন্য ব্যক্তি এবং সংগঠনগুলোকে বেশ সমস্যার সম্মুখিন হতে হয়েছে ভারতে।

সূত্র : মুসলিম মিরর